শ্রীলংকায় সান্ধ্য আইন বলবৎ ও সামাজিক গণমাধ্যম বন্ধ ঘোষণা

214

কলম্বো, ২১ এপ্রিল ২০১৯ (বাসস) : শ্রীলংকায় সিরিজ বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে সরকার তাৎক্ষণিকভাবে সান্ধ্য আইন জারি করেছে এবং পরবর্তি নির্দেশণার আগ পর্যন্ত সান্ধ্য আইন বলবৎ থাকবে। সেই সঙ্গে সামাজিক গণমাধ্যম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করেছে সরকার।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে রাতভর সান্ধ্য আইন বলবৎ রাখার ঘোষণা দেয় তবে পরবর্তিতে পুলিশ অবিলম্বে কার্যকর করার কথা জানায়। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
এদিকে সরকার অশুদ্ধ ও ভুল তথ্য ছড়িয়ে যাওয়ার আশংকায় সকল প্রকার সামাজিক গণমাধ্যম সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্টের সচিব উদয়া আর. সিনেভিরতেœ জানান, সাময়িকভাবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রোববার সারাদেশে গীর্জা ও হোটেলগুলোকে লক্ষ্য করে মোট আটটি হামলায় প্রায় ১৬০ জনের মৃত্যু ও বিপূল সংখ্যক লোক আহত হয়েছে।