ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়লেন শাদাব

254

করাচি, ২১ এপ্রিল ২০১৯ (বাসস) : ভাইরাসজনিত সমস্যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলতে পারবেন না পাকিস্তানের লেগ-স্পিনার শাদাব খান। ফলে তার বিশ্বকাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, ‘ভাইরাসজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন শাদাব। তবে সমস্যাটি কি, তা ধরা যাচ্ছে না। তাকে আগামী চার সপ্তাহ বিশ্রামে থাকবে হবে। ইংল্যান্ডের বিপক্ষে শাদাব খেলতে পারবেন না। বিশ্বকাপের কথা এখনই বলা যাচ্ছে না। যদি বিশ্বকাপে খেলার জন্য ফিট না হতে পারেন তিনি। তবে তার পরিবর্তে অন্য কাউকে নেয়া হবে।’
আইসিসি’র নিয়নুযায়ী ২৩ মে’র আগে ঘোষিত বিশ্বকাপে দলে যেকোন দলই খেলোয়াড় পরিবর্তন করতে পারবে।
পিসিবি আরও জানায়, ‘ইংল্যান্ডেও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা শাদাবের চিকিৎসা করানো হবে। যাতে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট করা যায় তাকে।’
বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে একটি টি-২০ ও পাঁচটি ওয়ানডের সিরিজ খেলবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ সিরিজ শুরু হবে ৫ মে। শেষ হবে ১৯ মে। ৩১ মে ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।