রমজানের পবিত্রতা রক্ষায় কাজ করতে হবে : জেলা প্রসাশক

192

পাবনা, ২১ এপ্রিল ২০১৯ (বাসস) : পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, প্রত্যেক নাগরিকের টাকায় আমাদের বেতন হয় এ বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে আরো সচেষ্ট হতে হবে। এসডিজি বাস্তবায়নে কাজ করতে হবে। সামনে পবিত্র রমজান। রমজানে মানুষ যেন কোন সমস্যার সম্মুখীন না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় কাজ করতে হবে।
আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
সভাসুত্রে জানা গেছে, মুজিব বর্ষ নিয়ে কমিটি গঠন করা হবে। ইছামতি নদী উদ্ধারের স্টাডি শেষ পর্য়ায়ে। ইছামতি নদী সংস্কারের জন্য ৯৮০ কোটি টাকার প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। এসডিজি নিয়ে কাজ করতে হবে এবং সচেতনা বাড়াতে হবে। তথ্য ও সঠিক প্রমাণসহ জন্ম নিবন্ধন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।
পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় এ অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, বেড়া পৌর মেয়র আব্দুর বাতেন, বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর কাদের, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রসাশক সালমা খাতুন, শাফিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনসুর রহমান, পাবনা টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জমিদার রহমান, বাসস প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সুইট, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান, সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা মো. জয়নাল আবেদিন, ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব ।