শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

447

ঢাকা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকায় ইস্টার সানডের প্রার্থনায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ধারাবাহিক বোমা হামলায় বহু লোকের মৃত্যু ও আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ এক শোকবার্তায় তিনি বোমা হামলায় বিপুল হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তিনদিনের সরকারি সফরে বর্তমানে ব্রুনাই দারুসসালামে রয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শেখ হাসিনা শ্রীলংকার সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টে বলা হয়, ইস্টারের প্রার্থনার সময় চার্চে এবং অভিজাত হোটেলগুলোতে চালানো বোমা হামলায় অন্তত ১৩৭ জনের মৃত্যু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কলম্বোয় অন্তত ৪৫ জন নিহত হয়েছে, সেখানে তিনটি হোটেল এবং একটি গীর্জায় হামলা চালানো হয়েছে। রাজধানীর উত্তরে নেগমবো শহরে একটি চার্চে হামলায় ৬৭ জন এবং দেশের পূর্বে বাত্তিকালোয়া শহরে অপর এক হামলায় ২৫ জন মারা গেছেন।
হামলার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি এবং কেউ এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, বিস্ফোরণ ও নিহতের ঘটনায় তিনি শোকাহত।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমা সিংহে টুইটারে লিখেছেন, ‘আমাদের জনগণের ওপর কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানাই।’