অস্ট্রেলিয়ায় নৈশক্লাবের বাইরে বন্দুক হামলায় আরো একজনের মৃত্যু

228

মেলবোর্ন, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) :অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি জনপ্রিয় নৈশক্লাবের বাইরে বন্দুক হামলার ঘটনায় আরো একজন মারা গেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুলিশ এই ঘটনার সঙ্গে মোটরসাইকেল চক্র বা অপরাধী কোন গ্রুপের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে।
পুলিশ জানায়, শুক্রবার ২৮ বছর বয়সী রিচার্ড আরোউ মারা গেছেন।
তদন্ত কর্মকর্তারা জানান, গত রোববার সকালে প্রাহরান উপকণ্ঠে অবস্থিত লাভ মেশিন ক্লাবের বাইরে বন্দুক হামলায় পাঁচ পুরুষ ও এক নারী আহত হয়।
তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩৭ বছর বয়সী নিরাপত্তা প্রহরী আরোন খালিদ ওসমানি ওই দিনই মারা যান।
শনিবার পুলিশ এক বিবৃতিতে জানায়, তারা এই ঘটনার তদন্ত করছেন।
মেলবোর্নের এজ পত্রিকা জানিয়েছে, পুলিশ এই ঘটনার জন্য মোটরসাইকেল অপরাধী চক্র বা সংঘবদ্ধ অপরাধ চক্র সম্পৃক্ত রয়েছে বলে সন্দেহ করছে। তারা এই দুটি চক্রের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে অপরাধ চক্রের সদস্যরা প্যাট্রন ও স্টাফদের হুমকি দিয়ে আসছিল।