সিরিয়ায় আইএস-এর হামলায় ২৭ সরকারপন্থী যোদ্ধা নিহত

270

বৈরুত, ২০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : সিরিয়ার মরু অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা দামেস্কপন্থী ২৭ জিহাদিকে হত্যা করেছে।
শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই ঘটনাকে আইএস এর ‘খিলাফত’ পতনের পর সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত ৪৮ ঘন্টায় হোমস প্রদেশের পূর্বাঞ্চলীয় মরুভূমিতে নিহতদের মধ্যে সৈন্য ও সরকারপন্থী মিলিশিয়া যোদ্ধা ছাড়াও সিরীয় সেনাবাহিনীর চার জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছে।
আইএস এর পক্ষে প্রচারণা চালনো আমাক জানিয়েছে, তাদের যোদ্ধারা এ হামলা চালিয়েছে।
অবজারভার জানিয়েছে, এই সংঘর্ষে আইএস এর ছয় যোদ্ধা নিহত হয়েছে।
আমাক বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আইএস এ হামলা শুরু করে।