রাশিয়ার নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন সৌদি প্রতিনিধিদলের

214

মস্কো, ২০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল শুক্রবার রাশিয়ার নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছে। মস্কোতে অবস্থানকালে তারা এটা পরিদর্শন করে। কেন্দ্রের প্রেস শাখা একথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে প্রেস শাখা আরো জানায়, ‘অতিথিদের কৃত্রিম সয়ুজ-এমএস মহাকাশযান, রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বৃত্তাংশ ও টিএসএফ-১৮ সেন্ট্রিফিউজসহ বিশেষ প্রশিক্ষণ সরঞ্জামাদি দেখান। এ প্রতিনিধি দলের সদস্যরা কৃত্রিম বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের পুন:সংযোজন করা যন্ত্রপাতি পরখ করেন।’
প্রতিনিধি দলের এক সদস্যের বরাত দিয়ে এতে বলা হয়,‘রাশিয়ার সাথে সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘এটা আমাদের প্রথম বৈঠক হলেও আমরা আশা করছি যে আমাদের সহযোগিতার হাত সম্প্রসারিত হবে।’
প্রিন্স সুলতান বিন সালমান বিন আব্দুলআজিজ আল সৌদের নেতৃত্বে এ প্রতিনিধি দল বুধবার মস্কোতে রাশিয়ার মহাকাশ সহযোগিতা কেন্দ্র রসকসমসের প্রধান দিমিত্র রোজোজিনের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠককালে ‘সৌদি অংশীদাররা মনুষ্য মহাকাশ মিশন, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করে।