মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ১৩ জন নিহত

237

মিনাটিটলান (মেক্সিকো), ২০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): মেক্সিকোর পূর্বাঞ্চলীয় গোলযোগপূর্ণ ভারাক্রুজ রাজ্যে শুক্রবার একটি অনুষ্ঠানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানায়, বন্দুকধারীরা মিনাটিটলানে একটি পারিবারিক অনুষ্ঠানে এসে বেপরোয়া গুলি চালায়। এতে সাত পুরুষ, পাঁচ নারী ও এক শিশু নিহত হয়। হামলায় আরো চারজন আহত হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে সেখানে এ হামলার কারণ জানা যায়নি। মেক্সিকোর ভারাক্রজ রাজ্য হচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্রের আখড়া। সেখানে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ হয়।
২০০৬ সালে প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে আড়াই লাখের বেশি লোক নিহত হয়।