ডিআর কঙ্গোর হাসপাতালে ইবোলা কর্মীকে গুলি করে হত্যা

372

বুতাম্বো (ডিআর কঙ্গো), ২০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): ডিআর কঙ্গোতে ছড়িয়ে পড়া ইবোলা মোকাবেলায় কাজ করে যাওয়া এক স্বাস্থ্য কর্মীকে দেশটির পূর্বাঞ্চলীয় বুতাম্বো নগরীর একটি হাসপাতালে শুক্রবার গুলি করে হত্যা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) একথা জানায়। খবর এএফপি’র।
সংস্থাটি আরো জানায়, ডা. রিচার্ড ভ্যালেরি মৌজোকো বুতাম্বো বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্দুক হামলায় নিহত হন। ইবোলা ছড়িয়ে পড়া রোধে সহায়তা করতে সেখানে তাকে দায়িত্ব দেয়া হয়েছিল।
হু আরো জানায়, ওই হামলায় আরো দু’জন আহত হলেও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে ।
কঙ্গোতে প্রায় নয় মাস ধরে ইবোলা মোকাবেলায় কাজ করে যাওয়া দলের সদস্যদের ওপর এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৮শ’ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।
এক বিবৃতিতে হু প্রধান টাড্রোস আধানম ঘাব্রায়েসাস বলেন, ‘আমাদের সহকর্মী ও বাই ডা. মৌজোকো নিহত হওয়ায় আমি ও হু’র সকল কর্মী গভীরভাবে শোকাহত।’
পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তি ক্যামেরুনের নাগরিক ছিলেন।