মুজিবনগরে স্বাধীনতা বিরোধীদের জায়গা হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

492

মেহেরপুর, ১৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, স্বাধীনতার তীর্থস্থান মুজিবনগরে স্বাধীনতা বিরোধীদের কোন জায়গা হবে না।
আজ শুক্রবার দুপুরে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদাগঞ্জে স্বরস্বতী খাল পুনঃ খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার মেহেরপুরের মুজিবনগরে শপথ গ্রহণ করে। ওইদিন থেকে মুজিবনগর স্বাধীনতার তীর্থভূমি। এখানে স্বাাধীনতা বিরোধীদের কোন জায়গা হবে না।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এই খাল পুনঃখননে ফলে কয়েক হাজার মানুষের জীবন-জীবিকার পথ সুগম হবে। এলাকায় ফিরে আসবে জীব বৈচিত্র। পানির স্তর থাকবে স্বাভাবিক।
২০২০ সালের ৩০ নভেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে স্বরস্বতী খাল খননের ঠিকাদারী প্রতিষ্ঠান হচ্ছে এস আর এল এ জয়েন্ট ভেঞ্চার। ১০ কিলোমিটার দীর্ঘ এই খাল খননে চুক্তিমূল্য হচ্ছে সাতকোটি সত্তরলাখ আটহাজার চারশত টাকা।
মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, বাগোয়ান ইউপি চেয়ারম্যান মো. আযুব হোসেন প্রমুখ।