বাসস দেশ-৪১ : কমিউনিটি ক্লিনিক তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রতীক হয়ে উঠেছে

307

বাসস দেশ-৪১
কমিউনিটি ক্লিনিক-স্বাস্থ্য সেবা
কমিউনিটি ক্লিনিক তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রতীক হয়ে উঠেছে
ঢাকা, ১৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : কমিউনিটি ক্লিনিকের অবদান বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার লক্ষ্যে নিভৃত গ্রামাঞ্চলে গড়ে তোলা কমিউনিটি ক্লিনিক জনগণের স্বাস্থ্য সেবার প্রতীক হয়ে উঠেছে। বর্তমানে ক্লিনিক গুলোতে প্রসূতি মায়ের নিরাপদ প্রসব সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও পরামর্শ দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
কমিউনিটি ক্লিনিকের লাইন ডাইরেক্টর ডা. মো. আবুল হাসেম খানের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা. মখদুমা নার্গিস, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. ইউনুস আলী প্রামাণিক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসি-আরএএইচ) ডা. মোহাম্মদ শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা নির্দেশিকা সম্পর্কে মূল বক্তব্য উপস্থাপন করেন অধিদফতরের কমিউনিটি বেসড স্বাস্থ্য সেবা প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রাণী দেবী।
মখদুমা নার্গিস বলেন, দেশে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য সহকারীরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে কমিউনিটি ক্লিনিকে সেবা প্রদান করছেন। তারা দেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। স্থানীয় জনগণের প্রতিনিধিরা এই স্বাস্থ্যসেবাকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন।
আবুল হাসেম খান বলেন, কমিউনিটি ক্লিনিক থেকে ৮৫ শতাংশ এলাকাবাসী সেবা নেয়। আর দিনের হিসাবে গড়ে সেবা নেওয়া মানুষের সংখ্যা ৫০ জন। ক্লিনিকগুলো বাড়ির কাছাকাছি হওয়ায় এবং সেখানে বিনা মূল্যে সাধারণ রোগের ওষুধ পাওয়া যায় বলে দিন দিন এই সেবাগ্রহীতার সংখ্যাও বাড়ছে।
তিনি জানান, আগামী ২৬ এপ্রিল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এছাড়াও কমিউনিটি ক্লিনিক দিবস উপলক্ষে সারাদেশের সকল ক্লিনিকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে।
বাসস/এএসজি/বিকেডি/২০১০/এসই