বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত

400

চট্টগ্রাম, ১৭ এপ্রিল ২০১৯ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক হকি প্রতিযোগিতা-২০১৯’ আজ বিএন ফ্লিট এর সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রামস্থ বানৌজা ঈসা খান আঞ্চলিক ক্রীড়া কমপ্লেক্সে শেষ হয়েছে। আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার বিএন ফ্লিট কমডোর মোহাম্মদ নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট নয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও বানৌজা হাজী মহসীন দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া দল ২-০ গোলে বানৌজা হাজী মহসীন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কমান্ডার খুলনা নেভাল এরিয়া দলের এম আর ইসলাম, পিও (মিউজিশিয়ান) সেরা খেলোয়াড় বিবেচিত হন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা ও বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।