বাসস দেশ-৩৮ : চট্টগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

362

বাসস দেশ-৩৮
চট্টগ্রাম-মুজিবনগর দিবস
চট্টগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
চট্টগ্রাম, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : নানা কর্মসুচির মধ্য দিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এসব কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন।
অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, জহিরুল আলম দোভাষ, আওয়ামী লীগ নেতা এম এ রশিদ, মশিউর রহমান চৌধুরী, নোমান আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে।
উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবুল, মহিলা আওয়ামীলীগের সহসভাপতি রোমানা নাছরিন ও যুবলীগ নেতা মো. সেলিম বক্তব্য রাখেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি অজিত দত্ত, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান সিআইপি প্রমুখ।
চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনাসভা বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম. এ. লতিফ।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মিয়া, মাজহারুল ইসলাম চৌধুরী, হাজী হাসান, আজিজ মোল্লা, সেলিম রেজা, সালাউদ্দিন ইবনে আহমদ।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
বাসস/জিই/এসকেবি/এমকে/২০৩০/আরজি