বাসস দেশ-১৬ : দেশের প্রতি মমত্ববোধ থেকে নিজেদের মেধাকে আরো বিকশিত করুন : পরিকল্পনামন্ত্রী

741

বাসস দেশ-১৬
পরিকল্পনামন্ত্রী-উদ্বোধন
দেশের প্রতি মমত্ববোধ থেকে নিজেদের মেধাকে আরো বিকশিত করুন : পরিকল্পনামন্ত্রী
কুমিল্লা, ৯ জুন, ২০১৮ (বাসস) : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল দেশের প্রতি মমত্ববোধ থেকে নিজেদের মেধাকে আরো বিকশিত করার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মেহেদী হাসান, লানিং এন্ড আনিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মোঃ ইসমাইল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়াও পরিকল্পনামন্ত্রী আজ কুমিল্লায় নবগঠিত লালমাই উপজেলায় তথ্য-প্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইউকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/২০২৫/কেজিএ