বাজিস-১০ : ঝালকাঠিতে দুঃস্থদের মধ্যে ৬২৩ টন চাল বিতরণ

681

বাজিস-১০
ঝালকাঠি- বিতরণ
ঝালকাঠিতে দুঃস্থদের মধ্যে ৬২৩ টন চাল বিতরণ
ঝালকাঠি, ৯ জুন, ২০১৮ (বাসস) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলায় ৬২৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। আজ শনিবার ঝালকাঠি পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২২ জন দুঃস্থ অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরন করা হয়। সকাল থেকে পৌরসভা চত্বরে দুস্থ নারী ও পুরুষদের মধ্যে চাল তুলে দেন পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার । এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, কাউন্সিলর তরুণ কর্মকার, হাফিজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, কর্মসূচির আওতায় জেলায় ৬২৩১৪টি পরিবারের মধ্যে ৬২৩.৩১৪ মে. টন চাল বিতলণ করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ১২৫৭৩টি পরিবারের জন্য ১২৫.৩৭০ মে টন, নলছিটি উপজেলায় ১৮২৭৩টি পরিবারের জন্য ১৮২.৭৩০ মে. টন, রাজাপুর উপজেলায় ১৫০৫৯ টি পরিবারের জন্য ১৫০.৫৯০ মে. টন, কাঠালিয়া উপজেলায় ৮৭০৭টি পরিবারের জন্য ৮৭.০৭০ মে. টন এবং ঝালকাঠি পৌরসভায় ৪৬২২টি পরিবারের জন্য ৪৬.২১০ মে. টন ও নলছিটি পৌরসভায় ৩০৮১টি পরিবারের জন্য ৩০.৮১০ মে টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০১৪/মরপা