বাজিস-৯ : হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন

705

বাজিস-৯
হবিগঞ্জ-মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-উদ্বোধন
হবিগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন
হবিগঞ্জ, ৯ জুন, ২০১৮ (বাসস) : দীর্ঘ অপেক্ষার পর হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আনুষ্ঠানিকভাবে এই কমপ্লে¬ক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকের সেকান্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইড) সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, প্রায় সোয়া ২ কোটি টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই কাজ বাস্তবায়ন করছে হবিগঞ্জ এলজিইডি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধারে রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশে বসবাসের সুযোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে তারা জীবন বাজি রেখে শত্রুমুক্ত করেন মাতৃভূমিকে। তাই মুক্তিযোদ্ধারা হতে পারেন বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এ সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সকলকে জানার আহবান জানান তিনি।
বাসস/সংবাদদাতা/আহা/২০০০/-মরপা