‘ভোট ক্রয়’ প্রশ্নে ভারতের দক্ষিণাঞ্চলের ভোট বাতিল

193

নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : ভারতের নির্বাচন কর্তৃপক্ষ দেশটির দক্ষিণাঞ্চলের ভোট গ্রহণ বাতিল করেছে। ভোট ক্রয়ের উদ্দেশ্যে রাখা ১১ কোটি রুপি জব্দ করার পর তারা এ অঞ্চলের ভোট স্থগিত করলো। বুধবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
তারা জানান, ভারতের জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের প্রচেষ্টা চালানো প্রশ্নে এই প্রথমবারের মতো কোন ভোট গ্রহণ বাতিল করা হলো।
দেশব্যাপী বিভিন্ন ধাপে অনুষ্ঠিত ভারতের জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকারের প্রয়োগ শুরু করার পর এ সিদ্ধান্ত নেয়া হলো।
সুপরিকল্পিতভাবে ভোটারদের প্রভাবিত করার আশংকা থাকায় ভারতের নির্বাচন কমিশন উপকূলীয় তামিলনাড়ু রাজ্যের ভেলর আসনের নির্বাচন স্থগিত করেছে।ফলে এ আসনের ভোটারদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোট দিতে যেতে হবে না।
এ নির্বাচনে এক প্রার্থীর কাছ থেকে কর্তৃপক্ষ ১১ কোটি রুপি জব্দ করার পর এমন নির্দেশ আসলো।
কমিশন মঙ্গলবার রাতে জানায়, ভেলর আসনে ‘অবাধ ও নিরপেক্ষ’ নির্বাচনের পরিবেশ না থাকায় এ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
আসনটিতে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।