বাসস দেশ-১৫ : মুক্তিযোদ্ধা সায়েদুর রহমানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর ও তথ্যমন্ত্রীর শোক

329

বাসস দেশ-১৫
বাণিজ্যমন্ত্রী-তথ্যমন্ত্রী-শোক
মুক্তিযোদ্ধা সায়েদুর রহমানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর ও তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ৯ জুন, ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন মুক্তিযোদ্ধা ও সমাজসেবী সায়েদুর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ এক শোক বিবৃতিতে তিনি সায়েদুর রহমানকে পরম শ্রদ্ধায় স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও সায়েদুর রহমানের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
শনিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রয়াতের জানাজায় শরিক হয়ে তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহাযুদ্ধে সায়েদুর রহমানের সাহসী ভূমিকা ইতিহাসে অমর।
তিনি বলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও জাগতিক মোহ ও প্রাণের মায়া ত্যাগ করে সায়েদুর রহমান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশপ্রেমের যে আদর্শ তৈরি করেছেন, তা অনুস্মরণীয়। তিনি জাতির পিতার অত্যন্ত স্নেহভাজনও ছিলেন।
সায়েদুর রহমানের শনিবার ঢাকার একটি হাসপাতালে ফুসফুসের সমস্যায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। প্রয়াত এই মুক্তিযোদ্ধা এক কন্যা, এক পুত্র ও চারজন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস/তবি/বিকেডি/১৯২৬/কেজিএ