কানাডার আলবার্টায় জয় পেল রক্ষণশীল দল

217

অটোয়া, ১৭ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : কানাডার বিরোধী রক্ষণশীল দল দেশটির তেলসমৃদ্ধ আলবার্টার প্রাথমিক নির্বাচনে মঙ্গলবার জয়লাভ করেছে। জাতীয় নির্বাচনের মাত্র ছয় মাস আগে এই পরাজয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবেশ নীতির জন্য একটি বড় ধাক্কা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কানাডার টেলিভিশন জানিয়েছে, ইউনাইটেড কনজারভেটিভ পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। দলটির জ্যাসন কেনি আলবার্টার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রুডোর পূর্বসূরী স্টিফেন হারপার সরকারের মন্ত্রী কেনি আলবার্টার প্রধানমন্ত্রীর র‌্যাচেল নোটলেইর নেতৃত্বাধীন বামপন্থী নিউ ডেমোক্র্যাটস পার্টিকে ক্ষমতাচ্যূত করতে যাচ্ছে।
২০১৫ সালে ট্রুডো ক্ষমতায় আসেন এবং কানাডার অধিকাংশ প্রদেশে লিবারেল পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
এখন তাকে একজন রক্ষণশীল প্রধানন্ত্রীর মুখোমুখি হতে হবে।
ট্রুডো বলেন, ‘আলবার্টা নির্বাচনে যিনিই জয়লাভ করবেন আমি তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘২১ শতকে পরিবেশের জন্য কোন পরিকল্পনা ছাড়া অর্থনীতির পরিকল্পনা অসম্ভব।’
কেনেই ট্রুডোর কট্টর সমালোচক। তিনি ফেডারেল সরকার কার্বন নিঃসরণের উপর নতুন করে যে কর আরোপ করেছে তা তুলে নেয়ার পক্ষে।