বাসস দেশ-৩৬ : মসিক নির্বাচন থেকে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা

588

বাসস দেশ-৩৬
মসিক-জাপা-প্রার্থীতা-প্রত্যাহার
মসিক নির্বাচন থেকে জাতীয় পার্টির প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা
ময়মনসিংহ, ১৬ ইেপ্রল, ২০১৯ (বাসস) : ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ।
আজ মঙ্গলবার বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এই প্রর্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আহমেদ বলেন, ‘নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন এখনও অনেক পিছিয়ে আছে। সিটি করপোরেশনের উন্নয়নে মহাজোটের শরিক দল হিসেবে একসঙ্গে কাজ করার লক্ষ্যে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটুর প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলাম।’
আগামীকাল ১৭ এপ্রিল সংশ্লিষ্ট নির্বাচন অফিসে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করার কথা জানান জাহাঙ্গীর আলম।
এদিকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন রাতে বাসস’কে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির (জাপা) বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করে নির্বাচন অফিস। বৈধ প্রার্থী হিসেবে টিকে ছিলেন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু ও জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ। জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করলে নিয়ম অনুযায়ি একক প্রার্থী হবেন ইকরামুল হক টিটু।
এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিকেলে বলেন, ‘জাতীয় পার্টির মেয়র প্রার্থী জাহাঙ্গীর আহমেদের প্রার্থিতা প্রত্যাহারের কোনও আবেদন এখন পর্যন্ত পাইনি। আগামীকাল ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। যদি তিনি প্রত্যাহারের আবেদন জমা দেন, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
বাসস/সংবাদদাতা/এমএন/২৩৪৫/এবিএইচ