বাসস ক্রীড়া-৮ : ওয়ানডে ক্রিকেটে ৪৯০ রানের বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড মহিলা দল

398

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-মহিলা-ওয়ানডে
ওয়ানডে ক্রিকেটে ৪৯০ রানের বিশ্বরেকর্ড গড়ল নিউজিল্যান্ড মহিলা দল
লন্ডন, ৯ জুন ২০১৮ (বাসস) : আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দলীয় সর্বোচ্চ ৪৯০ রানের বিশ্বরেকর্ড গড়লো নিউজিল্যান্ড মহিলা দল। গতরাতে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৪৯০ রান করেন কিউইরা। যা আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।
মহিলা ওয়ানডে ক্রিকেটে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও দখলে ছিল নিউজিল্যান্ড মহিলা দলেরই। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৫ উইকেটে ৪৫৫ রান করেছিলো কিউইরা।
ওয়ানডে ক্রিকেটে পুরুষ বিভাগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৪৪৪ রান। ২০১৬ সালে নটিংহামে পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেটে এ রানের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৪ রান এখন তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
গতকাল অধিনায়ক সুজি বেটসের ৯৪ বলে ২৪টি চার ও ২টি ছক্কায় ১৫১ , ম্যাডি গ্রিনের ১০৫ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১২১, আমেলিয়া কারের ৭১ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮১ রানের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে ক্রিকেটে এ সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে নিউজিল্যান্ড। বল হাতে সবচেয়ে বেশি ১০ ওভারে ১১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের কারা মারি ।
রেকর্ড গড়া ম্যাচে ৩৪৬ রানে জয় পায় নিউজিল্যান্ড। কারন ৪৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪৪ রানেই অলআউট হয় আয়ারল্যান্ড।
বাসস/এএফপি/এএমটি/১৭৪৫/স্বব