অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন মাশরাফি

303

ঢাকা, ১৬ এপ্রিল ২০১৯ (বাসস) : মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক করে আজ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে দ্বিতীয়বারের মত অধিনায়কত্ব করবেন মাশরাফি। তাই সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন ম্যাশ।
২০১৫ সালে যৌথভাবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাশরাফি। তার নেতৃত্বে কোয়ার্টারফাইনালে উঠে টাইগাররা। শেষ আটে ভারতের কাছে ১০৯ রানে হারে টাইগাররা। গ্রুপ পর্বে ৬ ম্যাচে ৩ জয় ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুল ‘এ’র শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের ৩ জয় এসেছিলো ইংল্যান্ড, আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে।
মাশরাফির নেতৃত্বে এখন অবধি ৭৩ ম্যাচে ৪০ জয়, ৩১ হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। বাকি দু’টি হয়েছে পরিত্যক্ত।