মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে মুজিবনগর দিবস পালিত হবে

202

মেহেরপুর ১৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : এবারও কেন্দ্রীয়ভাবে মেহেরপুরের মুজিবনগরে ১৭ এপ্রিল ২০১৯ ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবস পালিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিক এস এম আরিফ-উর-রহমান স্বক্ষরিক কর্মসূচিতে বলা হয়েছে মুজিবনগর দিবসটি পালনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ এপ্রিল সূর্যোদ্বয়ের সাথে সাথে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ এবং বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ বাহিনী, আনসার, বিএনসিসি, বয়স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন। সকাল ১০টায় মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চের সামনে গীতিনাট্য ‘বদলে যাও, বদলে দাও’। পৌনে ১১ টায় মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা। বিকেল ৫টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক মো. আতাউল গণি জানান- এবারের মুজিবনগর দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু (এমপি)।
বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মামুন স্বপন (এমপি), বাংলাদেশ আ,লীগের সদস্য এস এম কামালসহ খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় সকল এমপি আলোচনা সভায় উপস্থিত থাকবেন বলে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকন ও মেহেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক নিশ্চিত করেছেন।