বাজিস-১৪ : হবিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু

528

বাজিস-১৪
হবিগঞ্জ-কুশিয়ারা-ভাঙ্গন রোধ
হবিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু
হবিগঞ্জ, ১৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর চারশ’ মিটার এলাকায় ভাঙন রোধে লক্ষ্যে জিও ব্যাগ ফেলা কার্যক্রম আজ শুরু হয়েছে।
ভাঙন রোধে ২ কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে প্রায় ৪৩ হাজার ৭শ’ জিও ব্যাগ ফেলার কার্যক্রম আজ সোমবার দুপুরে উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
এ সময় অন্যান্যের মধ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, মৌলভীবাজার জেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল শহীদ, হবিগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৪৫/-এমকে