ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

348

রাঙ্গামাটি, ১২ এপ্রিল ২০১৯ (বাসস) : কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিগুলো তিন দিনব্যাপী বৈসাবি উৎসবের শুভ সূচনা করেছে।
আজ শুক্রবার সকাল ৮টা থেকে এসব সম্প্রদায় স্ব-স্ব এলাকায় কাপ্তাই হ্রদেও জলে ফুল ভাসাতে থাকে।
এদিকে, রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরা সম্প্রদায় শুক্রবার সকাল ৯টার দিকে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে তাদের বৈসুক উৎসবের সূচনা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এ সময় রাঙামাটির পৌরমেয়র আকবর হোসেন চৌধুরী, প্যানেল মেয়র জামাল উদ্দীন, জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরাসহ ত্রিপুরা সম্প্রদায়ের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর পর ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষরা সম্প্রদায়ের বয়ঃবৃদ্ধদের সম্মান জানিয়ে তাদের পরিধানের জন্য নতুন কাপড় উপহার দেওয়া হয়।
এরপরই বৈসাবি উৎযাপন কমিটির উদ্যোগে হ্রদের পাড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ঐতিহ্যর পাজন এবং বাহারি রকমের পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।