বাসস দেশ-৪১ : সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির সহযোগিতা প্রশংসনীয় : স্পিকার

535

বাসস দেশ-৪১
স্পিকার- ইউএনডিপি
সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনডিপির সহযোগিতা প্রশংসনীয় : স্পিকার
ঢাকা, ১১ এপ্রিল ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ-সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির অব্যাহত সহযোগিতা এবং সমর্থন নিঃসন্দেহে প্রশংসনীয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি আজ সংসদ ভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাতকালে তাঁরা এসডিজি অর্জনে সংসদ-সদস্যদের সম্পৃক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সংসদ-সদস্যগন রাষ্ট্রের নির্বাহী বিভাগের কার্যক্রম মনিটরিং করতে পারেন। সেক্ষেত্রে এসডিজি অর্জনে কোন মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে সে সম্মন্ধে সম্যক ধারণা পেতে পারেন সংসদ-সদস্যগণ। এর মাধ্যমে এসডিজি অর্জন সহজতর হবে বলে তিনি উল্লেখ করেন।
সুদীপ্ত মুখার্জি, সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রোগাম সম্বন্ধে স্পিকারকে অবহিত করেন। এসডিজির সাথে সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে ইউএনডিপি’র প্রস্তাবিত কর্মশালা ও প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তিনি ব্যাখ্যা করেন। নারী সংসদ-সদস্যদের সক্ষমতা বাড়াতেও ইউএনডিপি সংসদের সাথে কাজ করবে মর্মে তিনি স্পিকারকে আশ্বস্ত করেন।
এ সময় ইউএনডিপি প্রকল্প ম্যানেজার এবং সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২০৪৩/-অমি