সোমালিয়ায় মার্কিন কমান্ডো নিহত, আহত ৫

278

ওয়াশিংটন, ৯জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : সোমালিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার এক হামলায় একজন মার্কিন কমা-ো নিহত ও অপর চার মার্কিন সৈন্য আহত হয়েছে। এই ঘটনায় এক সোমালি সৈন্যও আহত হয়েছে।
দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
জুবাল্যান্ডে এ হামলা চালানো হয়। অঞ্চলটিতে সোমালি, কেনিয়া ও মার্কিন সৈন্যদের প্রায় ৮শ’ সদস্য মোতায়েন রয়েছে। তারা সেখানকার একটি বড় এলাকা থেকে আল কায়েদা অনুসারী আল-শাবাব যোদ্ধাদের নির্মূলে কাজ করছে।
মার্কিন সেনাবাহিনীর কমা- এক বিবৃতিতে জানায়, ‘মোগাদিশুর স্থানীয় সময় বিকেল পৌনে তিনটার দিকে বহুজাতিক বাহিনীর ওপর গোলা ও বন্দুক হামলা চালানো হয়। এতে এক মার্কিন সৈন্য নিহত ও অপর চারজন আহত হয়। এছাড়া এতে বাহিনীর আরেক অংশীদার রাষ্ট্রের সৈন্য আহত হয়েছে।’
এক সামরিক কর্মকর্তা জানান, নিহত মার্কিন কর্মকর্তা ছিলেন বিশেষ অপারেশনস কমা-ো।
এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে শোক প্রকাশ করেছেন।
তিনি টুইটারে লিখেন, ‘সোমালিয়ায় নিহত সৈন্য ও তার সঙ্গী যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য প্রার্থনা ও তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারাই প্রকৃত বীর।’
আফ্রিকা কমা- জানায়, ‘যুক্তরাষ্ট্র এই মিশনকালে পরামর্শ, সহায়তা ও আকাশপথে নজরদারি করছে।’
এই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে আফ্রিকান ইউনিয়ন মিশন টু সোমালিয়া (এএমআইএসওএম) ও সোমালিয়া জাতীয় নিরাপত্তা বাহিনীতে ৫ শতাধিক মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।
এরা সোমালিয়ার বিভিন্ন স্থানে আল-শাবাবের প্রশিক্ষণ শিবিরে অভিযান ও ড্রোন হামলা চালাচ্ছে।