রিটার্ন দাখিল নিশ্চিত করতে বাজেটে থাকবে বিশেষ উদ্যোগ

366

ঢাকা, ৯ এপ্রিল, ২০১৯ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া বলেছেন, আগামী বাজেটে নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন বাস্তবায়নসহ আরো কিছু সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যেমন সকল ইলেকট্রনিক কর সনাক্তকরণ নম্বরধারীরা (ইটিআইএন) যেন আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেন, এর জন্য একটি বিশেষ কর্মসূচি বাজেটে থাকবে।
তিনি বলেন,‘দেশে ৪০ লাখের মত ইটিআইএনধারী রয়েছেন। অথচ রিটার্ন দাখিল করেন মাত্র ১৮ লাখ। এজন্য আমরা আগামী বাজেটে এমন পদক্ষেপ গ্রহণ করব যাতে সব ইটিআইএনধারীরা রিটার্ন দাখিল করেন।’
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সম্মেলনকক্ষে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন।
আলোচনায় বাংলাদেশ অর্থনীতি সমিতি, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং প্রাইস ওয়াটার হাউজকুপারস (পিডব্লিউসি) অংশগ্রহণ করে।
নতুন ভ্যাট আইন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘আমরা চাচ্ছি ভ্যাট আইন বাস্তবায়ন শুরু হোক। এরপর সব পর্যায়ের স্টেকহোল্ডারদের পরামর্শ নিয়ে কোথাও সংশোধনের প্রয়োজন হলে সেটা করা যাবে।’
আগামীতে মানি লন্ডারিং প্রতিরোধের ব্যাপারে এনবিআর কঠোর হবে বলে তিনি জানান।
বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত বলেন,শুল্ক ও ভ্যাট হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে সরকারের বিবেচ্য হতে হবে: অর্থনৈতিক বৈষম্য হ্রাস, ন্যায্যতা প্রতিষ্ঠা,অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, দারিদ্র নিরসন ও জনকল্যাণ নিশ্চিত করা।
তিনি রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার পদক্ষেপ গ্রহণ এবং আয় বৈষম্য হ্রাসে পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করহার বেশি করার পরামর্শ দেন।
অর্থনীতি সমিতি কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রস্তাব করেন। একইসাথে তারা করজাল সম্প্রসারণে ইউনিয়ন পর্যায়ে করপ্রশাসনের কার্যক্রম বিস্তৃত করার পরামর্শ দেন।
সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, নতুন ভ্যাট আইনে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কিন্তু মানুষ এ বিষয়ে তেমন জানে না। তাই তাড়াহুড়ো না করে ভ্যাট আইন বাস্তবায়নের আগে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভাল হবে।
তিনি বলেন,‘যেসব ইটিআইএনধারী রিটার্ন দাখিল করেন না, তাদেরকে খুঁজে বের করুন। এরপর রিটার্ন জমাদানে উদ্বুদ্ধ করতে তাদেরকে ই-মেইল বা ফোনে মেসেজ দিতে পারেন।’
তিনি বলেন, নতুন ভ্যাট আইনের মূল উদ্দেশ্য হলো-অটোমেশন। তাই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে অটোমেশনের জন্য কোনভাবে দীর্ঘমেয়াদে ছাড় দেয়া ঠিক হবে না। এর জন্য স্বল্পমেয়াদে ছাড় দেয়া যেতে পারে।
তৌফিকুল ইসলাম খান এনবিআর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বলছেন-এবারের বাজেট হবে ব্যবসাবান্ধব। আমরাও আশা করি ব্যবসাবান্ধব হবে। কিন্তু সেটা যেন ব্যবসায়ীবান্ধব না হয়। কেননা ব্যবসাবান্ধব হলে দেশ ও দেশের জনগণ উপকৃত হবে। আর ব্যবসায়ীবান্ধব হলে কতিপয় পুঁজিপতি লাভবান হবেন। পুঁজি কতিপয় ব্যক্তির হাতে পঞ্জিভূত হবে।’
সিপিডি নতুন ভ্যাট আইন বাস্তবায়নহ অন্যান্য সংস্কার কর্মসূচি বাস্তবায়নের সুপারিশ করে।