বাসস ক্রীড়া-৯ : রোনালদোদের শুভকামনা জানালেন পর্তুগালের প্রেসিডেন্ট

390

বাসস ক্রীড়া-৯
ফুটবল-পর্তুগাল
রোনালদোদের শুভকামনা জানালেন পর্তুগালের প্রেসিডেন্ট
লিসবন, ৮ জুন ২০১৮ (বাসস/এএফপি) : রাশিয়ায় আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলকে শুভকামনা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। আগামী সপ্তাহে রাশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে পর্তুগাল। তার আগে প্রেসিডেন্টের ভবনে মিলিত হয়েছিলেন পর্তুগালের খেলোয়াড়রা। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ও তাদের জন্য শুভ কামনা বক্তব্য দেন ডি সুজা।
গতকাল ঘরের মাঠ লিসবনে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ খেললো পর্তুগাল। এ ম্যাচের আগেই প্রেসিডেন্টের সাথে দেখা করেন পর্তুগালের ফুটবল দল। সাক্ষাত অনুষ্ঠানে ডি সুজা বলেন, ‘আসন্ন বিশ্বকাপে পর্তুগাল ভালো করবে বলে আমি বিশ্বাস করি। আমি যা শুনেছি, তাতে এ দলটি অনেক শক্তিশালী।’
বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে। সেখানে স্পেন, মরক্কো ও ইরানের দল আছে। ১৫ জুন সোচির অলিম্পিক স্টেডিয়ামে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল।
বাসস/এএফপি/এএমটি/১৮২০/স্বব