বাসস দেশ-৪৩ : মহাখালীতে ৫০টি দোকান উচ্ছেদ

567

বাসস দেশ-৪৩
ডিএনসিসি-উচ্ছেদ
মহাখালীতে ৫০টি দোকান উচ্ছেদ
ঢাকা, ৭ এপ্রিল ২০১৯ (বাসস) : রাজধানীর মহাখালীতে আজ দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক অভিযানে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৫০টি দোকান ও টংঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানাগেছে, ডিএনসিসি’র অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: হেমায়ত হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি আজ রোববার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাখালী কমিউনিটি সেন্টার ও আশপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা ৫০টি দোকান, টং ঘর এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন। এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএনসিসি।
বাসস/সবি/এমএমবি/২০৫৫/এমএসআই