বাসস দেশ-৩৫ : ছাদ ধসে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

264

বাসস দেশ-৩৫
শিক্ষার্থী-মৃত্যু-কমিটি
ছাদ ধসে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
ঢাকা, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগি পিকে সরকারি প্রথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ধসে শিক্ষার্থী নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন আহ্বায়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. মাহবুবুর রশীদকে সদস্য করে আজ রোববার এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার ক্লাস চলার সময় তালতলীর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে মানসুরা নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে এবং এই ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে।
বাসস/বিকেডি/১৯৩৫/এএএ