জাতীয় শিল্প মেলায় সময় বাড়ল, পুরস্কৃত ২৪ উদ্যোক্তা প্রতিষ্ঠান

345

ঢাকা,৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : প্রথম জাতীয় শিল্প মেলার সময় বেড়েছে আরো দুইদিন। পূর্বনির্ধারিত সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টি উদ্যোক্তা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হলেও উদ্যোক্তাদের বেচা-কেনার স্বার্থে সময় বাড়ানো হয়েছে। বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো, হস্ত ও কারু, কুটির, হাইটেক এবং বয়লারসহ মোট ৮টি ক্যাটাগরিতে এসব প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে স্টলের সাজসজ্জা, পণ্যের গুণগত মান, বিক্রয়ের পরিমাণ, উদ্যোক্তাদের উপস্থাপনা বৈচিত্র্যসহ বিভিন্ন সূচকে মূল্যায়ন করা হয়েছে।
এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব মো: আবদুল হালিম এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত জাতীয় শিল্প মেলায় ৮টি ক্যাটাগরিতে মোট ২শ’ ৩৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।উদ্যোক্তারা ৩শ’ ২৪টি স্টলে দেশীয় শিল্পপণ্য প্রদর্শন করছে।