বাজিস-২ : চট্টগ্রামের ৪টি ভবনে ফায়ার সার্ভিসের ‘লাল সাইনবোর্ড’

332

বাজিস-২
চট্টগ্রাম-ঝুঁকিপূর্ণ ভবন
চট্টগ্রামের ৪টি ভবনে ফায়ার সার্ভিসের ‘লাল সাইনবোর্ড’
চট্টগ্রাম, ৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : মহানগরের অগ্নি ঝুঁকিপূর্ণ ৪টি বহুতল ভবন চিহ্নিত করে ‘লাল সাইনবোর্ড’ ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এ চার ভবন হলো আসকার দীঘির পাড়ের কর্ণফুলী টাওয়ার, লালদীঘি পাড়ের মহল মার্কেট ভবন, জহুর হকার্স মার্কেট ও মিউনিসিপ্যাল স্কুল ভবন মার্কেট।তৎমধ্যে ২ টি বহুতল ভবন ও ২টি বিপণী বিতান। শনিবার সন্ধ্যায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের একটি দল এসব ভবনে অভিযান চালিয়ে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, চিহ্নিত ভবন ও মার্কেটে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। আগেও তাদের সতর্ক করা হয়েছিল। বার বার নোটিস ও পরামর্শ দেয়া হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেননি। কোন ব্যবস্থা না নেয়ায় সর্বসাধারণের জ্ঞাতার্থে ওই চারটি ভবন ও মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দিয়ে সতর্কবার্তা সম্বলিত লাল সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগরে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
বাসস/জিই/এসকেবি/১১১০/মমআ/-নূসী