বাসস ক্রীড়া-১৩ : বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার বিমান

541

বাসস ক্রীড়া-১৩
বঙ্গমাতা-পার্টনার
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার বিমান
ঢাকা, ৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : বঙ্গমাতা আন্তর্জাতিক মহিলা ফুটবল টুর্নামেন্টের এয়ারলাইন্স পার্টনার হলো বিমান বাংলাদেশ। প্রথমবারের মত অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ছয়টি দেশের অনুর্ধ-১৯ নারী ফুটবল দল। টুর্নামেন্টের আয়োজককে স্পোর্টসের সঙ্গে এয়ারলাইন্স পার্টনার হিসেবে যুক্ত হলো বিমান বাংলাদেশ। গত বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ এবং কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আগামী ২২ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান, লাওস, সংযুক্ত আরব আমিরাত, তিরগিজস্তান এবং স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।
বাসস/২০৫০/স্বব