চীনের সাথে বাণিজ্য আলোচনার অগ্রগতি দেখছেন ট্রাম্প

234

ওয়াশিংটন, ৬ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, বিশ্বের এই দুই শীর্ষ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের অবসানে বেইজিংয়ের সাথে ওয়াশিংটনের আলোচনা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তিনি এই আলোচনার দ্রুত সফলতা অর্জনের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা থেকে বিরত থাকেন। খবর এএফপি’র।
এ সপ্তাহে ওয়াশিংটনে পরিচালিত সর্বশেষ দফার কূটনৈতিক তৎপরতার বিষয় নিয়ে আলোচনা করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘চীনের বৈঠক ছিল একটি বড় সফলতা।’
তিনি আরো বলেন, এ ব্যাপারে ‘একটি চুক্তি হওয়া বা না হওয়ার বিষয়ে আমি কোন ভবিষ্যদ্বাণী করতে চাই না। আমরা অত্যন্ত ভালভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা খুবই গুরুত্বপূর্ণ দু’টি বিষয় নিয়ে যথাযথ আলোচনা করেছি।’
তবে তিনি এ দুই বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।
গত ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত উপ প্রধানমন্ত্রী নিউ হি’র নেতৃত্বে চীনের একটি প্রতিনিধি দলের সাথে বাণিজ্য আলোচনা করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রর্বাট লাইটজার ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিন।