জয়পুরহাটে ২ লাখ ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি বিতরণ

316

জয়পুরহাট, ৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : টাকার অভাবে দরিদ্র ও মেধাবী ছেলে-মেয়েদের লেখা পড়া যেন বন্ধ না হয়, সরকারের এমন উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়ে এগিয়ে আসছে বে-সরকারি উন্নয়ন সংস্থা গুলোও। শনিবার ৩৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি হিসাবে তুলে দেওয়া হলো ২ লাখ ১০ হাজার টাকা।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় জয়পুরহাটের স্থানীয় বে-সরকারি সংগঠন ’আউসগাড়া উন্নয়ন সংস্থা (আউস) দরিদ্র ও মেধাবীদের মাঝে ওই শিক্ষা বৃত্তি প্রদান করে। বৃত্তি প্রদান উপলক্ষে আউসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির টাকা তুলে দেন। ৩৫ জনের মধ্যে ১৫ জন ছাত্রী রয়েছে বলে জানায় সংস্থাটি। আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি বজলুর রশদি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউসের নির্বাহী পরিচালক শফিকুল আলম, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুব আলম মিলন। শিক্ষার্থীদের মধ্যে মিতু ও রেজুয়ান তাদের অনুভূতি ব্যক্ত করেন। দরিদ্র ও মেধাবী প্রতি ছাত্রের হাতে শিক্ষার ব্যয় বাবদ প্রতিমাসে ৫শ টাকা হারে এক বছরের জন্য ৬ হাজার টাকা দেওয়া হয়।