বাসস ক্রীড়া-১৩ : জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে কাল

292

বাসস ক্রীড়া-১৩
টিটি-জাতীয়
জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে কাল
ঢাকা, ৫ এপ্রিল, ২০১৯ (বাসস) : বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনা এবং উইজডম এ্যাটায়ার্স ও বিকেএমইএ’র পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ৩৮তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ। সকাল দশটায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এ আসরের উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
৩১টি পুরুষ ও ১৩টি নারী দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। সাতটি ইভেন্টে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এগুলো হলো- পুরুষ ও নারী একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দলগত।
আজ এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম। এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু, সম্পাদক আনোয়ার কবির চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ আহসান আহমেদ অমিত ও সদস্য তাজউদ্দিন পাপ্পু উপস্থিত ছিলেন।
বাসস/স্বব/১৯১৫/এএমটি