জয়পুরহাটে অসহায়দের মাঝে প্রায় ৫ কোটি টাকার উপকরণ বিতরণ

309

জয়পুরহাট, ৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় নির্বাচিত সেরা কিশোরী ক্লাব, সেলাই ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের আয় বর্ধনমূলক কাজে সহায়তা হিসেবে বৃহষ্পতিবার ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো) প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের আয় বর্ধন মূলক কাজে সহায়তা হিসাবে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপকরণ বিতরণ করে। এ উপলক্ষে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মরিুজ্জামান। এহেড সোশ্যাল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মতিনুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সমাজসেবক মোজাফ্ফর রহমান, নন্দলাল পার্শী, সুজন কুমার মন্ডল ও কিশোরী ক্লাবের সভানেত্রী মনিরা খাতুন । অনুষ্ঠানে মাস ব্যাপী সেলাই প্্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন অসহায় মহিলাকে দোকান করার কাপড় সহ উপকরণ, ১০ টি কিশোরী ক্লাবকে ৩০ টি বই, বুকসেল্ফ, মেট্রেস ও কেরামবোর্ড সহ খেলাধুলার বিভিন্ন উপকরণ ও মোবাইল সার্ভিসিং এ প্রশিক্ষন প্রাপ্ত ৫ জনকে দেওয়া হয় ২০ হাজার টাকার বিভিন্ন মোবাইল উপকরণ। ফুড সিকিউরিটি-২০১২ বাংলাদেশ উজ্জীবিত প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ২ হাজার ৭৫০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ ও মোবাইল সার্ভিসিং বিষয়ে ১৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যারা বিভিন্ন আয় বর্ধন মূলক কাজে নিজেদের সম্পৃক্ত করে দারিদ্রতাকে দূর করতে সক্ষম হয়েছেন।