বাজিস-২ : পঞ্চগড়ে ব্রীজ নির্মাণের কাজ এগিয়ে চলছে

330

বাজিস-২
পঞ্চগড়-তিস্তা ব্রিজ
পঞ্চগড়ে ব্রীজ নির্মাণের কাজ এগিয়ে চলছে
পঞ্চগড়, ৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলছে। প্রায় ৬০ ভাগ ব্রিজের কাজ সমাপ্তির পথে।
ব্রিজটি নির্মাণের ফলে উপজেলার চিলাহাটী পাড়া, রামগঞ্জ বিলাসী পাড়া, চৌধুরীপাড়ার কয়েক হাজার মানুষের নদী পারাপার হওয়ার কষ্টের অবসান হবে। উক্ত গ্রামের স্কুল, কলেজ গামী ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীদের বর্ষার সময় কখনও নৌকা আবার কখনও কলার ভেলায় করে অনেক দুর্ভোগ সহ্য করে উপজেলা সদরে ব্যবসা-বাণিজ্য, পণ্য কেনা-বেচা ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে আসতে হয়। এতে সময় ও অর্থের অপচয় হয়। এ সমস্যার এখন অবসান হতে চলেছে। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে ওই গ্রামের কৃষকদের কৃষিপণ্য অল্পতম সময়ে উপজেলা সদরে পৌছানো সম্ভব হবে। এতে করে কৃষক তার কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাবে।
রামগঞ্জ বিলাসী গ্রামের হযরত জানান, ব্রিজ হওয়ায় আমরা খুব খুশি। আগে আমাদের প্রায় ১০ কিলোমিটার ঘুরে দেবীগঞ্জ উপজেলায় যেত হতো। এখন অল্প সময়ে উপজেলা সদরে আমাদের পণ্য পরিবহন সহজ হলো। স্কুল-কলেজে যাওয়া ছাত্র-ছাত্রীদের সহজ হলো স্কুল কলেজ যাওয়া।
টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার জানান, টেপ্রীগঞ্জ ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এ ব্রিজটির। ব্রিজটির অভাবে এ জনপদের মানুষদের অভাবনীয় কষ্ট ছিল।
পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন মানুষদের কষ্ট লাঘবে ব্রিজের বরাদ্ধ নিয়ে আসেন। তার প্রচেষ্ঠায় তিস্তা নদীর উপর ব্রিজ নির্মাণ হচ্ছে এবং এ ইউনিয়নের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে।
উপ-সহকারী প্রকৌশলী রাশেদুর রহমান জানান, স্থানীয় সরকার বিভাগ ইসলাম এন্ড শেখ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৯২ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩২ মিটার প্রস্তের ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
বাসস/সংবাদদাতা/আহো/১২০০/নূসী