বাসস বাজেট-৫৪ : পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

342

বাসস বাজেট-৫৪
বাজেট- পানি সম্পদ
পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্য ৭ হাজার ৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য সাত হাজার ৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ বরাদ্দের প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতায় আগামী অর্থ বছরে উন্নয়ন খাতে পাঁচ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামী অর্থ বছরে পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অর্জুনা নামক এলাকাকে যমুনা নদীর ভাঙন হতে রক্ষার্থে নদী তীর সংরক্ষণ প্রকল্প। সীমন্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (ফেজ -২)প্রভৃতি।
তিনি বলেন, ঢাকা শহরের যানজট ও জলাদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে ১৮৪টি গভীর নলকূপ স্থাপন এবং ভূউপরিস্থ পানির তিনটি শোধনাগার এবং ১ হাজার ২৯১ কিলোমিটার পানির লাইন নির্মাণ করা হবে। এরমধ্যে ঢাকা ওয়াসা ক্রাশ প্রোগামের মাধ্যমে ২৫ কিলোমিটার খাল পুন:খনন এবং ২৯০ কিলোমিটার ড্রেনেজের আবর্জনা অপসারণ করা হবে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, আগামী অর্থ বছরে কৃষি ও পল্লী উন্নয়নে সর্বোচ্চ ৫৮ হাজার ৯২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
পানির সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
বাসস/এসএসজি/এমএআর/২০০০/জেহক