বাসস বাজেট-৪৬ : বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৬৫৮ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

202

বাসস বাজেট-৪৬
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ-প্রস্তাবিত বাজেট
বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ৯ হাজার ৬৫৮ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৭ জুন, ২০১৮ (বাসস) : ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের জন্য ৯ হাজার ৬৫৮ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক ও অবস্থানগত কারণে আমাদের প্রিয় মাতৃভূমি একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। তিনি বলেন, যে কোন ধরনের অভিঘাত মোকাবেলায় আমাদের সক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা আজ বিশ্বব্যাপি স্বীকৃত ও সমাদৃত।
আবুল মাল আবদুল মুহিত বলেন, রাজধানীতে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা ভবনসমূহ চিহ্নিত করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। একই সাথে ভূমিকম্প ক্ষয়িষ্ণু ভবন নির্মাণ বিষয়ে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন খাতে ৬ হাজার ১৬২ কোটি ৭৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩ হাজার ৪৯৫ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বাসস/বাজেট/এফএইচ/১৯০০/- জেজেড