বাসস বাজেট-৪৪ : বাজেটে বস্ত্র ও পাটে ৭শ’ ৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

198

বাসস বাজেট-৪৪
বস্ত্র ও পাট-বাজেট-বরাদ্ধ
বাজেটে বস্ত্র ও পাটে ৭শ’ ৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ৭ জুন, ২০১৮(বাসস) : অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত আগামী ২০১৮-’১৯ অর্থ বছরে বাজেটে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় হিসেবে মোট ৭শ’ ৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
তিনি আজ জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী আব্দুল মাল আবুল মুহিত বস্ত্র ও পাট খাত সংক্রান্ত নীতি, উৎপাদন ও উন্নয়নে যথাযথ কারিগরি ও বাজার গবেষনা, বস্ত্র ও পাট শিল্পে বিদেশী বিনিয়োগ আকর্ষণ এবং বস্ত্র শিল্পে বিদেশীদের নিয়োগ সংক্রান্ত বিষয় এবং বস্ত্র ও পাটখাত নিয়ে গবেষনা করার জন্য এ বরাদ্দ প্রস্তাব করেন।
গত ২০১৭-’১৮ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য ৮শ’ ৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। সংশোধিত বাজেটে তা ৭শ’ ৭৩ কোটি টাকায় দাড়িয়েছিল।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পেশ করেন। তার মধ্যে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা রাজস্ব আয় এবং বৈদেশিক অনুদান থেকে ৪ হাজার ৫১ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন।
বাসস/এএসজি/এমএএস/১৮৪০/অমি