বাসস দেশ-৩১ : কবি আবদুল হাই মাশরেকীর শততম জন্মদিন কাল

359

বাসস দেশ-৩১
জন্মদিন-মাশরেকী
কবি আবদুল হাই মাশরেকীর শততম জন্মদিন কাল
আগামীকাল, ৩১ মার্চ, ২০১৯ (বাসস) : কবি আবদুল হাই মাশরেকীর জন্মশতবার্ষিকী কাল। এ উপলক্ষে বিভিন্ন সংঠন কর্মসূচি গ্রহণ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেলা ১১টা থেকে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে কবি আবদুল হাই মাশরেকীর ওপর আলোচনা, কবির লেখা কবিতা আবৃতি, জারী, গান, পালাগান ও নৃত্য পরিবেশিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
আলোচক হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের কবি সৈয়দ হাসমত জালাল, আগরতলার কবি ও গবেষক রামেশ্বর ভট্রচার্য, কবি মুহাম্মদ নূরুল হুদা, নাট্য ও বাচিকশিল্পী শংকর সাঁওজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান।
এ ছাড়া কবি মাশরেকীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিকাল ৫টায় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে কবি আবদুল হাই মাশরেকী সাংস্কৃতিক পরিষদ আয়োজন করেছে কবির রচিত গান, আবৃতি, নৃত্য ও নাটক।
১৯১৯ সালে ১ এপ্রিল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে ৪ ডিসেম্বর নিজ বাড়িতে দত্তপাড়া গ্রামে তিনি মৃত্যুবরণ করেন।
বাসস/সবি/কেসি/১৮১৫/আহো/১৯২০/-জেজেড