বাসস ক্রীড়া-৪ : ম্যাক্সওয়েলের মধ্যে কোহলির ছায়া দেখছেন ল্যাঙ্গার

208

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-ল্যাঙ্গার
ম্যাক্সওয়েলের মধ্যে কোহলির ছায়া দেখছেন ল্যাঙ্গার
দুবাই, ৩১ মার্চ, ২০১৯ (বাসস) : গত দুই মাস যাবত দুর্দান্ত ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে বিরাট কোহলির ছায়া দেখছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। গত মাসে ভারত সফরে দারুণ নৈপুণ্য দেখানোর পর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে যথাক্রমে ৭১ ও ৯৮ রানের ইনিংস খেলেন অলরাউন্ডার ম্যাক্সওয়েল। বিপজ্জনক অবস্থা থেকে দলকে জয় এনে দেয়ার পর ল্যাঙ্গার বলেছেন, বিরাট কোহলির মত একজন খেলোয়াড় হওয়ার সব যোগ্যতা ম্যাক্সওয়েলের আছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ওয়েবসাইটকে ল্যাঙ্গার বলেন, ‘আমি তাকে বলেছি তার (ম্যাক্সওয়েল) জন্য চ্যালেঞ্জ হচ্ছে ওয়ানডে ক্রিকেটে গড়ে ৬০ রানের মালিক বিরাট কোহলির মত একজন বিশেষ মেধাবী খেলোয়াড় হওয়া। এই মুহূর্তে সে একজন বড় মাপের খেলোয়াড় ৯৯ ওয়ানডেতে ম্যাক্সির গড় রান ৩২ অথবা ৩৩। সে কোহলি হতে পারে। সেটা হওয়ার মেধা তার মধ্যে আছে। ভারতে টি-২০তে সে যেভাবে সেঞ্চুরি করেছে, যেভাবে সে দুই ম্যাচে খেলেছে-আমরা জানি সে একজন বড় মাপের টি-২০ খেলোয়াড়।’
ল্যাঙ্গার আরো বলেন, ‘তার পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে বড় মাপের একজন ওয়ানডে খেলোয়াড় এবং তারপর সম্ভাব্য একজন টেস্ট খেলোয়াড় হওয়া। সুতরাং তার জন্য অনেক বড় কিছু আছে এবং সে লক্ষ্যে অনুশীলন চালিয়ে যাচ্ছে , ম্যাচ জিতছে, তাকে খুব ভাল লাগছে।’
কঠোর অনুশীলনের ফল এ ব্যাটসম্যান পাচ্ছে মনে করছেন ল্যাঙ্গার।
তিনি বলেন, ‘সে (ম্যাক্সওয়েল) নিজের অনুশীলনের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। প্রকৃত লক্ষ্য নিয়েই অনুশীলন করছে এবং তার ফল পাচ্ছে। সুতরাং এটা দেখতে বেশ ভাল লাগছে। সে দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। ফিল্ডিং, রানিং বিটুইন দ্য উইকে অথবা স্ট্রাইক রেট সব কিছুই কঠিনভাবে করছে।’
বাসস/স্বব/১৮৪০/মোজা/এএমটি