তথ্য ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে : রেলপথ মন্ত্রী

566

পঞ্চগড়, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, তথ্য ও প্রযুক্তিনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে যাতে তথ্য প্রযুক্তিতে বিশ্বের কাছে বাংলাদেশ মডেল হয়ে থাকে।
তিনি বলেন, বাংলাদেশ আজ শিক্ষা, সাহিত্য, ক্রীড়া থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
আজ সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি তিনি এ কথা বলেন।
বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার গিয়াসউদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক।
আলোচনা সভার আগে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে মন্ত্রী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।