স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতায় সেনাবাহিনী ও বিকেএসপি চ্যাম্পিয়ন

350

ঢাকা, ৩০ মার্চ, ২০১৯ (বাসস) : বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনব্যাপী স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৯ আজ শেষ হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপি।
সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ১৬টি পদক। রানার্স আপ বিজিবি পেয়েছে ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক।
জুনিয়র বিভাগে বিকেএসপি ৮টি স্বর্ণ ও ৪টি রৌপ্যসহ মোট ১২টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে ৮টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ মোট ১১টি পদক জিতে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইয়াং কিং কারাতে সেন্টার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন কারাতে ফেডারেশনের সভাপতি ও দুনীর্তি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মো: মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল হোসেন খোকন। এসময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, নয়না চৌধুরী ও কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।