খননের মাধ্যমে পদ্মার গতিপথ মাঝনদীতে নেয়া হবে : পানিসম্পদ উপমন্ত্রী

396

শরীয়তপুর, ২৯ মার্চ, ২০১৯ (বাসস) : পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নদী খননের মাধ্যমে স্রোতের গতি পরিবর্তন করে গতিপথ মাঝনদীতে নিয়ে যাওয়া হবে। আর এরই মাধ্যমে আগামী বর্ষায় নড়িয়া উপজেলা নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি শুক্রবার দুপুরে নড়িয়ার ভাঙ্গন রোধে মুলফৎগঞ্জ সংলগ্ন জেগে ওঠা চর অপসারণের লক্ষ্যে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের খনন কাজের উদ্বোধন কালে এ কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, খননের কাজ একটু দেরিতে শুরু হলেও আগামী এপ্রিল মাসের ১ম সপ্তাহের মধ্যে অধিক সংখ্যক ড্রেজার লাগিয়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় এ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
তিনি বলেন, ‘বর্তমানে প্রতিদিন ২৫ থেকে ২৭ হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের পরিমাণ প্রতিদিন ৩০ হাজারে উন্নীত হবে। এই গতিতে কাজ এগিয়ে নিতে পারলে নির্দিষ্ট সময়ের আগেই আমরা প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪০ লক্ষ জিও ব্যাগ ডাম্পিং করতে সক্ষম হব।’
উল্লেখ্য, পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা।
এ সময় উপমন্ত্রীর সাথে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।